এ কে এম আব্দুল্লাহ’র অণুগল্প : গার্লফ্রেন্ড
অণুগল্প : গার্লফ্রেন্ড এ কে এম আবদুল্লাহ আমার গার্লফ্রেন্ডের নাম জান্নাতুল ফেরদাউস।এতো অর্থবহ নামের সুন্দরী এই মেয়েটি— এতো সহজে আমার প্রেমে পড়বে ; বিশ্বেস হয়নি।টাইটফিট কালো বোরখা পরিহিতা জান্নাত,মাথাটা কালো ওড়নায় ঢাকা।মেইক-আপ করা ফর্সা মুখ— যেন,কাসেম বিন আবু বাক্কারের উপন্যাসের ফুটন্ত গোলাপ, নিজে থেকেই প্রপোজ করেছিল। কিছুদিনের মধ্যে আমরা ঘনিষ্ট হয়ে ওঠি। সেদিন ব্লুওয়াটার শপিং সেন্টারে আমরা হাঁটছি। আমার বাহু জড়িয়ে আছে জান্নাত।মনে হলো জীবন্ত গোলাপবৃক্ষে ফুটন্ত গোলাপ নিয়ে হাঁটছি।ভেতরটা গর্বে ফুলে ওঠে। আমাদের দিকে চারপাশের মানুষ যেন চেয়ে থাকে। আমার চোখের সম্মুখে সব সিঁড়ি গুলো যেন তমালের ডালে পরিণত হতে থাকলো আর মানুষগুলো কোকিলে। বিরহী সুরে সবাই যেন গাইতে লাগল ক্কারি আমির উদ্দদিনের গানঃ যদি এই সুন্দরী আমার হইতো / আমির উদ্দিন সুখী হইতো / সকলে আমায় কইতো / মায়ার ম...