Headlines
Loading...
এ কে এম আব্দুল্লাহ’র কবিতা:ভুলে যাচ্ছি নেশাতুর সম্পাদকীয়

এ কে এম আব্দুল্লাহ’র কবিতা:ভুলে যাচ্ছি নেশাতুর সম্পাদকীয়

                   


ভুলে যাচ্ছি নেশাতুর সম্পাদকীয়  

এ কে এম আব্দু্ল্লাহ

যে ফুলটি তীব্র অভিমানে
ঝরে গেলো অথবা আত্মহত্যা করলো
নিতে পারিনি তার সাক্ষাৎকার।
সময়ের ব্যাকুল চাপটারে
ভুলে যাচ্ছি নেশাতুর সম্পাদকীয়।
এখন বিজ্ঞাপনি কলামের ফাঁকে খুঁজি

একটি নিশিগন্ধা আর চাঁদের সংলাপ। 

0 Comments: