এ কে এম আব্দুল্লাহ
সাবানের ফেনায় হাত কচলাতে কচলাতে একসময় আয়ুরেখারদিকে একমনে তাকিয়ে থাকে আদি। মনে পড়ে, রুমিনার সাথেতৃতীয়বার যখন পার্কে দেখা হয় ; দুজনের হাতের আয়ুরেখারদৈর্ঘ্যতা আঙুল দিয়ে মেপেছিল। খুশিতে রুমিনাকে জড়িয়েবলেছিল ‘থ্যান্কস গড, দুজনের আয়ুরেখা সমান’। বাসর রাতেআদি গিফটের পরিবর্তে রাশিফলের বই নিয়ে এসেছিল।দুজনেরভাগ্য মিলিয়ে যখন রুমিনার কাছে যায়,তখন ভোরের আলোমিটমিট করে হাসছে। ভাবতে ভাবতে আদির ঠোঁটে ফোটে ওঠেমৃদুহাসি। রুমিনার কাশির শব্দে সম্বিত ফেরে পায়। পেছনে ফেরেদেখে, কোয়ারেন্টিনের মেয়াদ ভেঙে রুমিনা অনবরত কেশে যাচ্ছে।চোখ মুখ লাল হয়ে আছে। হাত দিয়ে রুমিনার কপাল স্পর্শ করে।জ্বরে গা পোড়ে যাচ্ছে। রুমিনার বুকের আওয়াজ যেন ভেঙে দিচ্ছেআদির বেঁচে থাকার দেয়াল।
এরপর,অ্যাম্বুলেন্সের সাইরেন ; আদির একেকটি পাঁজর ভেঙেদিয়ে— হারিয়ে গেলো জীবনগল্পের আল–পথে।
১৪/০৪/২০২০
0 Comments: