এ কে এম আব্দুল্লাহ
আমি কোনোদিন যাইনি ওখানে। ওই গোলাপবাগানে। যেখানে রাত গভীর হলে ঝরে যায় ফুলেরা। আর একদল শিকারী এসে নিয়ে যায় মধ্যকর্ষণ সময়।
আমি ফেইসবুকের বারান্দায় বসে বসে দেখি সেই দৃশ্যের টুকরো টুকরো ফুটেজ। আর আমরা গোলাপ এবং ফেইসবুক থেকে আলগা হয়ে যাই। তারপর দীর্ঘশ্বাসের মাঠ থেকে উঠে এলে একখণ্ড কোলাহল ; পেপারের হেডলাইনস থেকে নেমে আসে সর্বনাশা সংকেত। তখন আমাদের স্ট্যটাসগুলো শুধু কেঁপে ওঠে।
এরপর স্ট্যটাসগুলো ঢুকে যায় খোলসের ভেতর। হোমস্ক্রিনে নেমে আসে স্ক্রু'খোলা নোটিফিকেশনস। আর স্ক্রিনপ্রটেক্টর ছিন্ন করে বেরিয়ে আসে মাথাকাটা অরণ্য পুরুষ ; এই দৃশ্য দেখে আমরা চিৎকার দিতে দিতে পালাতে থাকি ...
২৮ এপ্রিল ২০১৭
0 Comments: