Headlines
Loading...
এ কে এম আব্দুল্লাহ’র কবিতা:ফকই ও অন্যান্য

এ কে এম আব্দুল্লাহ’র কবিতা:ফকই ও অন্যান্য


  ফকই ও অন্যান্য 

                               এ কে এম আব্দুল্লাহ


কালবোশেখী ঝড় শেষে—  আমাদের জমিনে নেমে আসে আরাধনাসন্ধ্যা।রাতেরা ভেঙে ভেঙে পড়ে আদিলীলায়। আমাদের মোহ কেটে যায়।আমাদের কোমর থেকে খোলে খোলে পড়ে যায় পৈতৃক নোটিফিকেশনস। 


আমাদের মাথা ঘোরে। মাথা ঘুরে ফকই-এর মতো।বইয়ের মলাটের ভারে ন্যুজ হয়ে,যে-একদা ব্যাকুল প্রচ্ছদের ভেতর হাঁটত।এখন সে ‘ব্রেন’ হাতে নিয়ে, ফেরিঘাটের দোকানে তেলে পুড়া আলুর প্যাকেটের মতো ; ঝুলে থাকে ঝাপির সাথে। 

আর আমরা,ঝড়ের তান্ডব থেকে তুলে এনে মেধাবী পাটাতন ; বিক্রি করি অন্ধকারে। আন্তর্জাতিক বাজারে। 


এখন সীমান্তসাম্রাজ্যে আমরা মৃতের ঠিকাদার।আর আমাদের চিমনি দিগন্ত বিস্তৃত...

১৯/০৪/২০১৮

0 Comments: