অণুগল্প : প্রিজন
এ কে এম আব্দুল্লাহ
মার্চমাস ২০২০। শেষ সাপ্তাহে অ্যানির সাথে ডেইট। সে আমার কলিগ প্রেমিকাও। অকস্মাৎ নিষিদ্ধ হলে সংস্পর্শ— এখন ‘প্রিজন’ক্লাব থেকে নিয়ে আসা পারফিউমের গন্ধ কাপড় থেকে ঝাড়ছি। দক্ষিণ পকেটে ডাউনলোড করে রাখা মিউজিক স্টাক হয়ে আছে— বাতাসের আদ্রতায়। আর বুকপকেট ভেঙে বেরিয়ে যাচ্ছে ভায়োলিনের দীর্ঘ করুণ সুর। এখন আমার চোখের স্ক্রিনে কেবল ভেসে ওঠছে অনেকগুলো পরিচিত সরল মুখ। মুখগুলো আমার মতো ভেতরের নীল-পাখিটার ডানা- ঝাপটানোর শব্দ শোনতে পাচ্ছে। আর অ্যানি ব্লু- সাইরেনের ভেতর গিলে যাচ্ছে আমার নামে— পাইপ ভরতি অক্সিজেন। কিছুক্ষণ পর, এই তিলোত্তমা নগরীর উপর দিয়ে উড়ে যাবে অ্যানির দেহের একটি অন্ধকার ডানা। আর ইজি চেয়ারে আধশোয়া আমি,অ্যানির নামে গিলে যাব পাইপ ভরতি হুইস্কির দীর্ঘ নেশা।
0 Comments: